এই মুহূর্তে কলকাতা

মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার বিজেপির আর্জি খারিজ করল স্পিকার।


কলকাতা, ৮ জুন:- কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার বিজেপির আর্জি স্পিকার খারিজ করে দিয়েছেন। তিনি এখনো বিজেপিতেই আছেন বলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। মুকুল রায় মামলা বিধানসভার চৌহদ্দি পেরিয়ে এক বার করে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট ঘুরে এসেছে। এর আগে একবার বিধানসভার স্পিকার দীর্ঘ শুনানির শেষে রায় দিয়েছিলেন মুকুলবাবু অন্য দলে গিয়েছেন তার কোনও প্রমাণ নেই।

তাঁর আইনজীবীরা জানিয়েছেন, সৌজন্যের জন্য অন্যদলের মঞ্চে গিয়েছিলেন মুকুলবাবু। কিন্তু বিজেপি ছেড়ে অন্য দলে যোগ দেননি। কিন্তু গত বছর ১১ জুন তৃণমূল ভবনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মুকুলের তৃণমূলে ফেরার উল্লেখ করে আদালতের দ্বারস্থ হয় বিজেপি। আদালত বিষয়টি পুণর্বিবেচনার জন্য ফের স্পিকারের কাছে পাঠিয়েছিলেন। তারপর আবার শুনানি চলে। সেই শুনানি শেষে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এদিন জানালেন, মুকুল রায় বিজেপিতেই রয়েছেন।