এই মুহূর্তে কলকাতা

প্রথম দুদিনেই হিট দুয়ারে সরকার।

কলকাতা, ২২ মে:- প্রথম দুদিনেই হিট দুয়ারে সরকার। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শনিবার থেকে রাজ্যে চতুর্থ দফার দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে। রবিবার ছিল এর দ্বিতীয় দিন।শনি ও রবিবার মিলিয়ে দুয়ারে সরকারের ৪ হাজারের বেশি শিবিরের আয়োজন করা হয়। প্রথম দু দিনেই ৩ লক্ষ ২৫ হাজারের বেশি মানুষ এই শিবির গুলিতে অংশ নিয়েছেন।৩১ মে পর্যন্ত চলা এই কর্মসূচির আওতায় বিভিন্ন জেলায় ৩০ হাজারের বেশি শিবিরের আয়োজন করা হবে বলে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।দুয়ারে সরকার শিবিরে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, শিক্ষাশ্রী, জাতিগত শংসাপত্র, তফশিলী বন্ধু, জয় জোহার, মানবিক, ১০০ দিন এর কাজ, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা ছাড়াও নানান সরকারি পরিষেবার সুবিধা পেতে আবেদন করা যাবে। কৃষক বন্ধু প্রকল্পে অর্থ সাহায্যের জন্য নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে। ৩১ মে পর্যন্ত ১০দিন বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে আবেদনপত্র জমা নেওয়া হবে।

১ জুন থেকে ৬ জুন পর্যন্ত দুয়ারে সরকার শিবিরে জমা পড়া আবেদনগুলি খতিয়ে দেখা হবে। একই সঙ্গে পরিষেবা দেওয়ার কাজও শুরু হয়ে যাবে। এবারও দুয়ারে সরকার শিবিরে বিশেষভাবে সক্ষমদের জন্য বিশেষ ক্যাম্প করা হচ্ছে। লক্ষীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী প্রকল্পের পাশাপাশি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মত যে সব প্রকল্পের আবেদন জানানোর জন্য সবথেকে বেশি ভিড় হয় সেগুলোর জন্য আলাদা ব্যবস্থাপনা তৈরি করতে বলা হয়েছে।পরিষেবা নিতে এসে প্রচণ্ড গরমে বা বৃষ্টিতে যাতে সাধারণ মানুষ সমস্যায় না পড়েন সেদিকে নজর রাখা হচ্ছে। শিবিরে আগতদের কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে। সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলিতে নৌকায় ভাসমান দুয়ারে সরকারের শিবিরের আয়োজন করা হয়েছে।জঙ্গলমহলের মানুষেরা যাতে শিবিরগুলি থেকে প্রাপ্য পরিষেবা পান, সে ব্যাপারে প্রত্যেক জেলাশাসককে নজর রাখতে বলা হয়েছে। সরকার কর্মসূচির আগের তিনটি পর্বে রাজ্যে মোট ১.৩৭ লক্ষ শিবিরের আয়োজন করা হয়। এর মাধ্যমে প্রায় ৬ কোটি ৪৪ লক্ষ মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছেন ।