এই মুহূর্তে জেলা

হাওড়ার ফটোগ্রাফার্সরা এবার এগিয়ে এলেন মহৎ কাজে।

হাওড়া, ২২ মে:- সারাদিন রোদে জলে পরিশ্রম করে যারা ছুটে বেড়ান শহর থেকে গ্রাম এপ্রান্ত থেকে ওপ্রান্ত সেই ফটোগ্রাফার্সরা এবার এগিয়ে এলেন মহৎ কাজে। হাওড়া ফটোগ্রাফার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ১২তম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার হাওড়ার কদমতলায় গীতা প্যালেস ভবনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন তারা। এছাড়াও বিনাব্যয়ে চক্ষু ও দন্ত পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী সহ অন্যান্যরা। অ্যাসোসিয়েশনের সভাপতি কৌশিক কুন্ডু জানান, এই ধরনের মহতী কর্মসূচির এটা তাদের দ্বিতীয় বর্ষ। মাঝে কোভিড পরিস্থিতিতে ২ বছর শিবির করা যায়নি। এই উদ্যোগ নিয়ে অভূতপূর্ব সাড়া পেয়েছি। শিবিরের পাশাপাশি অনুষ্ঠানস্থলে বিভিন্ন নামী ফটোগ্রাফি সংস্থার স্টল দেওয়া হয়েছে। যেখান থেকে বিশেষ ছাড় পাচ্ছেন সকলে।