এই মুহূর্তে কলকাতা

কলকাতা থেকে লন্ডন বহির্বিশ্বের সঙ্গে বিমান যোগাযোগ স্থাপনের উদ্যোগ রাজ্যের।

কলকাতা, ২২ মে:- দেশের বিমান মানচিত্রে এরাজ্যকে এক নম্বর স্থানে নিয়ে যেতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যকে সামনে রেখে কলকাতা থেকে লন্ডন সহ বহির্বিশ্বের সঙ্গে বিমান যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে আলোচনা করতে সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব হরিকৃ্ষ্ণ দ্বিবেদী আলোচনায় বসেছিলেন বেশ কয়েকটি উড়ান সংস্থার সঙ্গে। এয়ার ইন্ডিয়া ছড়াও বেশ কয়েকটি আন্তর্জাতিক উড়ান সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেই বৈঠকে। বিমান চালানোর জন্য রাজ্যের তরফে দেওয়া প্রস্তাব নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর। সূত্রের খবর, কার্গো পরিবহন বাড়ানো নিয়েও এই বৈঠকে আলোচনা হয়েছে। শুধুমাত্র কলকাতা নয়, রাজ্যের অন্য ২ বিমানবন্দর, বাগডোগরা- অন্ডাল বিমানবন্দরের কার্গো পরিষেবা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ সূত্রের খবর, বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করে তুলতে চাইছে রাজ্য।

এই বিমানবন্দর থেকে দক্ষিণ- পূর্ব এশিয়ার দেশগুলিতে সরাসরি বিমান চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে।লন্ডনের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলির সঙ্গে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সরাসরি যোগাযোগ স্থাপনে কথাও বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বলেছিলেন মু্খ্যমন্ত্রী। তা বাস্তবায়িত করতেই এ বার আলোচনায় বসল নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কলকাতা থেকে সরাসরি ইউরোপীয় ইউনিয়নের দেশ গুলির সঙ্গে যোগাযোগব্যবস্থা স্থাপিত হলে শিল্পপতিদের আসতে সুবিধা হবে। লন্ডনের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলোতেও সরাসরি বিমান পরিষেবা চালু করার বার্তা দিয়েছিলেন তিনি। রাজ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার কথা বারবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার। শুধু বলাই নয় উদ্যোগীও হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে তা বাস্তবায়িত হওয়া সময়ের অপেক্ষা।