দ:২৪পরগনা , ১২ জুলাই:- আমফান দুর্নীতি নিয়ে হারউডপয়েন্ট কোস্টাল থানার স্বামী বিবেকানন্দ পঞ্চায়েত ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের । অভিযোগ , বিজেপি মন্ডল সভাপতি মদতে তৃণমূল কংগ্রেস দলীয় অফিস চড়াও । ঐ ঘটনায় রবিবার তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির কর্মীদের ধরে ধরে মারধর করে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে । পুলিশ এসে বেধড়ক মারধর করে । বেশ কিছু বিজেপি কর্মীদের আটক করে নিয়ে যায়। আটক বিজেপি মন্ডল সভাপতি গোপাল কৃষ্ণ মন্ডল । এ সম্পর্কে মথুরাপুর জেলার মন্ডল সভাপতি তপন জানা অভিযোগ করে বলেন ,
আমাদের দলের মন্ডল সভাপতিকে গ্রেফতার করেছে কাকদ্বীপ থানা । আমরা হারউড পয়েন্ট কোস্টাল থানা ঘেরাও করবো । কেন দলীয় কর্মীদের কে গ্রেফতার করা হলো । যারা আমফান ঝড়ে দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কোন এফআইআর হলোনা। কাকদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেস সূত্রে জানানো হয়েছে , স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে কোনো দুর্নীতি হয়নি । বিজেপি ইচ্ছাকৃতভাবে স্থানীয় বাসিন্দাদের গন্ডগোলে মদত দিচ্ছে । হারউড পয়েন্ট কোস্টাল পুলিশের দাবি , ওই এলাকা লকডাউন চলছে । Containment জোন । রাস্তা অবরোধ করেছিল তাই আটক করা হয়েছে ।