কলকাতা, ৬ মে:- যাত্রী পরিষেবা কে আরও মসৃণ করে তুলতে মেট্রো রেল কর্তৃপক্ষ স্মার্ট কার্ড রিচার্জ ও টোকেন দেওয়ার জন্য বিভিন্ন স্টেশনে স্বয়ংক্রিয় মেশিন বসিয়েছে।
ধর্মতলা, চাঁদনীচক, দক্ষিণেশ্বর, দমদম এর মত উত্তর পূর্ব করিডরের ১৬টি স্টেশনে এইরকম ১৯ টি মেশিন বসানো হয়েছে বলে আজ মেট্রোরেলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগামী দিনে আরও বিভিন্ন স্টেশনে এই মেশিন বসানো হবে বলেও মেট্রোর তরফে জানানো হয়েছে।