কলকাতা, ২৯ এপ্রিল:- কেন্দ্রীয় সরকারের বৈদুত্যিক ও হাইব্রিড গাড়িকে উত্সাহ দান প্রকল্প-ফেমের আওতায় রাজ্য সরকার প্রায় ২ হাজার টি ইলেকট্রিক বাস পাচ্ছে। এর মধ্যে আড়াইশটি বাতানুকুল ও বাকি ১৭৫০ টি সাধারণ বাস। জানা গিয়েছে, বাস চলাচল শুরু করার পর ১০ লক্ষ কিলোমিটার বা ১০ বছর তা চালানোর দায়িত্ব থাকবে রাজ্য সরকারের। বাস চালানোর জন্য রাজ্য সরকার বেসরকারি বাস সংস্থার সঙ্গে চুক্তি বদ্ধ হবে।
বাস চালিয়ে চুক্তির অঙ্কের বেশি আয় হলে তা রাজ্যের পরিবহণ নিগম পাবে। তেমনই আয় কম হলে তা নিগমকে সংশ্লিষ্ট বাসের পরিচালক সংস্থাকে ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে। বাসের চালক সংশ্লিষ্ট সংস্থা নিয়োগ করলেও কন্ডাক্টর নিয়োগ করবে রাজ্য সরকার। বৈদ্যুতিক বাস গুলির চার্জিং স্টেশন তৈরি করার জন্য বিভিন্ন সরকারি বাস ও ট্রাম ডিপোতে জমি বরাদ্দ করা হচ্ছে। জুলাই মাস থেকে রাজ্যে পুরদস্তুর এই বাস পরিষেবা শুরু হতে পারে বলে পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে।