এই মুহূর্তে জেলা

হাওড়াতেও চলছে পুলিশের নাকা চেকিং।

হাওড়া, ২৯ এপ্রিল:- পুলিশ প্রশাসনকে নাকা চেকিংয়ে জোর দিতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে নাকা চেকিংয়ের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এরপর অন্যান্য জেলাতেও শুরু হয় নাকা চেকিং। হাওড়াতে বিভিন্ন থানা এলাকায় নাকা চেকিং চলছে। বুধবার হাওড়ার বেলেপোল ক্রসিংয়ে এবং বৃহস্পতিবার হাওড়ার ব্যাঁটরা ও চ্যাটার্জিহাট এর সংযোগকারী ক্রসিং নিতাই চরণ ভট্টাচার্য হোমিওপ্যাথি কলেজের সামনে নাকা চেকিং করে চ্যাটার্জিহাট থানার পুলিশ।

চ্যাটার্জিহাট থানা সূত্রের খবর, বুধবার এবং বৃহস্পতিবার রাতে ওই নাকা চেকিং হয়। বিভিন্ন টু হুইলার থেকে শুরু করে চারচাকা গাড়ি, প্রাইভেট গাড়ি এবং অন্যান্য যাত্রীদের জিনিসপত্র, গাড়ি সমস্ত চেকিং করা হয়। তবে পুলিশ দাবি করেছে এই দুদিনে তল্লাশিতে সন্দেহজনক তেমন কিছু উদ্ধার হয়নি। পুলিশ সূত্রের খবর আগামী দিনেও হাওড়ায় নাকা চেকিং চলবে। চ্যাটার্জিহাট থানার আইসি প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থানার অন্যান্য পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে রাতে ওই নাকা চেকিং হয়।