কলকাতা, ২৯ এপ্রিল:- জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মোতাবেক আগামী মাস থেকে রাজ্যে ১৫ বছরের বেশি বয়সী গাড়ি বাতিলের প্রক্রিয়া শুরু হচ্ছে। তিন দফায় রাজ্যজুড়ে প্রায় ১০ লক্ষের বেশি মেয়াদ উত্তীর্ণ গাড়ি বাতিল করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। আগামী সপ্তাহ থেকেই মেয়াদ উত্তীর্ণ গাড়ির মালিকদের ঠিকানায় নোটিস পাঠানো শুরু হবে।
এর পরে মে-জুন মাসজুড়ে মালিকদের ডেকে শুনানি করা হবে।জানা গিয়েছে পুরনো গাড়ির বদলে নতুন পরিবেশবান্ধব সিএনজি এবং বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে উৎসাহ দিতে রাজ্য সরকার একটি আলাদা নীতি তৈরি করছে। বাতিল হওয়া গাড়ির মালিকদের এধরণের নতুন গাড়ি কিনতে অগ্রাধিকার ও আর্থিক ছাড় দেওয়া হবে।