কলকাতা, ২৭ এপ্রিল:- তীব্র গরম ও তাপ প্রবাহ জনিত পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্যের স্কুল গুলিতে গরমের ছুটি এগিয়ে আনতে মুখ্যমন্ত্রী শিক্ষা দফতরকে অনুরোধ জানিয়েছেন। আগামী ২রা মে থেকে সরকার ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলগুলিতে গরমের ছুটি দেওয়ার জন্য তিনি শিক্ষা সচিবের মাধ্যমে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে আবেদন জানান। বেসরকারি স্কুল গুলিতেও একই সময় যাতে গরমের ছুটি দেওয়া হয় সে ব্যাপারেও তিনি আবেদন জানান।
স্কুলের পাশাপশি কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতেও মুখ্যমন্ত্রী ছুটি এগিয়ে আনতে বলেছেন। তিনি বলেন এর ফলে ছোট ছোট ছেলেমেয়েরা যেমন গরমের কষ্ট থেকে রেহাই পাবে তেমনি করোনা সংক্রমন হার আবার কিছুটা বেড়ে যাওয়ায় সেই আশঙ্কা থেকেও তারা মুক্তি পাবে।