এই মুহূর্তে জেলা

মেলা উপলক্ষে নাগরদোলার কাজ চলার সময় প্রায় সত্তর ফুট উঁচু থেকে নিচে পড়ে গুরুতর জখম তিন শ্রমিক।


হাওড়া, ২৫ এপ্রিল:- ভয়াবহ! হাওড়ার রামরাজাতলায় শংকর মঠ সংলগ্ন মাঠে মেলা উপলক্ষে নাগরদোলার কাজ চলার সময় প্রায় সত্তর ফুট উঁচু থেকে নিচে পড়ে গুরুতর জখম হলেন তিন শ্রমিক। ঠিকা সংস্থার বিরুদ্ধে উঠেছে গাফিলতির অভিযোগ। হাওড়া উৎসবে মেলার নাগরদোলার কাজ করার সময় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দোলনার কাজ করার সময় প্রায় সত্তর ফুট উপর থেকে পড়ে গুরুতর জখম হন তিন শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

সোমবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটে রামরাজাতলা শংকর মঠ সংলগ্ন মাঠে। স্থানীয় মানুষের অভিযোগ, কোনওরকম সেফটি বেল্ট ছাড়াই শ্রমিকরা উঠেছিলেন নগরদোলার জয়েসের উপরে। সেখান থেকেই কোনওভাবে নিচে পড়ে যান তারা। প্রত্যক্ষদর্শীদের আরও অভিযোগ, ঘটনার পরেই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ঠিকাদার গোষ্ঠী। প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়। গোটা ঘটনাটি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসে জগাছা থানার পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এদিকে, দুর্ঘটনার পরে কাজ বন্ধ করে দেন মেলার বাকি শ্রমিকরা।