এই মুহূর্তে জেলা

সাঁতরাগাছি বাস টার্মিনালে বাবুঘাটের বাস এলে বাড়বে গাড়ির চাপ , আশঙ্কা যানজটের।


হাওড়া, ২৪ এপ্রিল:- এখনও অসম্পূর্ণ উড়ালপুলের কাজ। সাঁতরাগাছি বাস টার্মিনালে বাবুঘাটের বাস এলে গাড়ির চাপ বাড়বে। যানজটের আশঙ্কা থাকবে। পাশাপাশি লোকজন এলে ব্যবসায়ীদের সুবিধা হবে। মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। কলকাতা হাইকোর্টের নির্দেশ আগেই ছিল। কিন্তু তা কার্যকর করা নিয়ে জটিলতা ছিল। এরপর খোদ রাজ্য সরকার বাবুঘাট বাস স্ট্যান্ডকে সাঁতরাগাছি বাস টার্মিনাসে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়। কলকাতার দূষণের মাত্রা কিছুটা কমার পাশাপাশি যেমন এই সিদ্ধান্তে সুবিধে আছে

তেমনই দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ উড়ালপুলের কাজ। ফলে বাবুঘাট থেকে বাসস্ট্যান্ড সাঁতরাগাছিতে স্থানান্তর হলে গাড়ির চাপ বাড়বে। উড়ালপুলের কাজ অসম্পূর্ণ থাকায় যানজটের সৃষ্টি হবে। এছাড়াও জল জমা সহ একাধিক সমস্যা রয়েছে। তবে, দূরপাল্লার বাস সাঁতরাগাছি থেকে ছাড়লে ট্রেন যাত্রী থেকে শুরু করে হাওড়ার মানুষের সুবিধা হবে। ব্যবসায়ীরাও লাভের মুখ দেখবেন।