কলকাতা, ২১ মার্চ:- বেশকিছু সরকারি এবং রাজনৈতিক কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চারদিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন। আগামী সোমবার বিকেলে কলকাতা থেকে বাগডোগরা পৌঁছে সেখান থেকে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে প্রস্তাবিত একটি সরকারি অনুষ্ঠানে তিনি অংশ নেবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে।
২৯ তারিখে তিনি দার্জিলিং যাবেন। রিচমন্ড হিলে রাত্রি বাস করে ৩০ তারিখে ম্যালে অপর একটি সরকারি অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে। ওই দিন তিনি সেখানকার হামরো পার্টির নেতৃত্বে সঙ্গেও কথা বলতে পারেন। ৩১ তারিখে মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা।