হাওড়া, ২৩ এপ্রিল:- বাজারদরে আগুন। ক্রমাগত বেড়ে চলেছে কাঁচা আনাজ, মাছ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম। নাজেহাল আমজনতা। এবার জিনিসের মূল্যবৃদ্ধির কারণ খুঁজতে হাওড়ার বাজারে অভিযান চালালো এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। শনিবার সকালে দপ্তরের চার সদস্যের একটি দল ডিএসপি সঙ্গীতা সরকার রায়চৌধুরীর নেতৃত্বে হাওড়ার কালিবাবুর বাজারে হানা দেন। কথা বলেন ক্রেতা ও বিক্রেতাদের সাথে। হোলসেল ও রিটেলের দর যাচাই করেন তাঁরা। উল্লেখ্য, কাঁচা আনাজপাতির অগ্নিমূল্যের কারণ সার্ভে করতে শনিবার অভিযানে নামলো এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।
হাওড়া সদর এলাকার বাজারে এরা অভিযান চালায়। এদিন বাজারের দরদাম সার্ভে করেন তাঁরা। জিনিসপত্রের দাম খতিয়ে দেখেন ওই আধিকারিকরা। ব্যবসায়ীরা কি দামে মাল কিনছেন ও কি দামে বিক্রি করছেন সেই নিয়ে খোঁজখবর নেন তাঁরা। বাজারের মধ্যে কেউ অতিরিক্ত মাল স্টক করে রেখেছেন কিনা এবং ব্ল্যাক মার্কেটিং হচ্ছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখেন তাঁরা। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রের খবর, সরকারিভাবেই বিভিন্ন বাজারে চলছে এই ধরনের সার্ভে। যাতে মজুতদারি করে কৃত্রিমভাবে অভাব সৃষ্টি করে নিত্যপ্রয়োজনীয় আনাজপত্রের দাম বাড়ানোর চেষ্টা রোখা যায় তারজন্যই এই পদক্ষেপ।