এই মুহূর্তে জেলা

গোডাউনের শার্টার ভেঙে লক্ষাধিক টাকার চুরির ঘটনা ডোমজুড়ের বাঁকড়ায়।

হাওড়া, ১৭ জানুয়ারি:- ডোমজুড়ের বাঁকড়ায় গোডাউনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া মিশ্রপাড়ায় রবিবার রাতে গোডাউনের শার্টার ভেঙে দুঃসাহসিক ওই চুরির ঘটনা ঘটে। নগদ সহ প্রায় লক্ষাধিক টাকার জিনিস চুরি হয় বলে গোডাউন মালিকের দাবি। গভীর রাতে গোডাউনের তালা ভেঙে চুরির ঘটনা সিসিটিভিতে ধরা পড়ে বলে জানা গেছে। সোমবার সকালে কর্মীরা গোডাউন খুললে বিষয়টি নজরে আসে। মালিকের দাবি, স্থানীয় ডোমজুড় থানায় অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ। জানা গেছে, বাঁকড়া মিশ্রপাড়ার পাড়ার বাসিন্দা নেপাল কুমারের গোডাউন থেকে রবিবার রাতে চুরি হয়। শনিবার রাতে গোডাউন ও অফিস বন্ধ করে বাড়ি যান তিনি। এদিন সকালে গোডাউন খুলতে এসে কর্মীরা দেখেন শার্টার ভাঙা রয়েছে। সেখান থেকে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী ও নগদ টাকা খোয়া গিয়েছে বলে গোডাউন মালিকের দাবি। রবিবার গোডাউন বন্ধ থাকে ও অফিসে কোনো কর্মী থাকেন না। সেই কারনেই চুরির জন্য ওই দিনটি বেছে নেওয়া হয়েছে বলে মনে করছেন তিনি।