কলকাতা, ১৯ এপ্রিল:- ঈদের আগে কর্মীদের জন্য অ্যাড হক বোনাস দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার অর্থ দফতর থেকে একটি নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে অ্যাড হকে বোনাস, অগ্রিম উৎসব ভাতা এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এক্স গার্সিয়া দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেসব কর্মী ৩৭ হাজার টাকা পর্যন্ত বেতন পান তাদের এবার এককালীন ৪, ৮০০ টাকা বোনাস দেওয়া হবে। অবসরপ্রাপ্ত কর্মীরা উৎসব–ভাতা পাবেন ২,৭০০ টাকা। তবে অবসরকালীন ভাতা পাওয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা রয়েছে।
যাঁরা ৩২ হাজার টাকা পর্যন্ত পেনশন পান তাঁরাই এই সুবিধে পাবেন। যেসব সরকারি কর্মীদের বেতন ৩৭,০০১ টাকা থেকে ৪৭ হাজার টাকা পর্যন্ত তাঁরা অগ্রিম উৎসব ভাতা হিসেবে এককালীন ১৪০০০ টাকা পাবেন। সরকারি সংস্থা ছাড়াও সরকার অনুমোদিত সব সংস্থার কর্মীরা এই বোনাস, এক্স গার্সিয়া এবং অগ্রিম উৎসব ভাতার আওতায় আসবেন। ঈদের আগে সংখ্যালঘু কর্মীদের উৎসব ভাতা দিয়ে দেওয়া হবে। বাকিদের শারদোৎসবের আগে অর্থাৎ ১ অক্টোবরের আগে দিয়ে দেওয়া হবে। পুরসভা, পঞ্চায়েত, নিগম, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কর্মীরাও উৎসব ভাতা পাবেন। যাঁরা পারিবারিক পেনশন পান তাঁরাও এই ভাতা পাবেন বলে নির্দেশিকায় জানানো হয়েছে।