হাওড়া, ১৯ এপ্রিল:- একে গরম, তার উপর জল ছিলনা এসি কোচে। হাওড়া স্টেশনে এর প্রতিবাদে যাত্রীরা ক্ষোভে ফেটে পড়লেন। অভিযোগ, প্রচণ্ড গরমে জল ছিলনা ডাউন রামপুরহাট হাওড়া এক্সপ্রেসের এসি কোচে। মঙ্গলবার রাত সোয়া আটটা নাগাদ ট্রেনটি হাওড়া স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে ঢুকলে যাত্রীরা এদিন ক্ষোভ ফেটে পড়েন।
তাদের অভিযোগ রামপুরহাট স্টেশনে ট্রেনটি ছাড়ার পর সি ওয়ান এসি কোচের চারটি টয়লেটেই কোথাও জল ছিলনা। এর ফলে চরম সমস্যায় পড়েন ওই কোচের যাত্রীরা। এরপর যাত্রীরা মেল করে অভিযোগ দায়ের করে রেল কর্তৃপক্ষের কাছে। তাতেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। যাত্রীদের অভিযোগ, বিষয়টি রেলের টিটিকে জানানো হলেও কোনও সুরাহা মেলেনি। রেল কর্তৃপক্ষ গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বলে জানা গেছে।