এই মুহূর্তে কলকাতা

দুর্নীতিমুক্ত পঞ্চায়েত ব্যবস্থা গড়ার লক্ষ্যে অনলাইন ভেটিং চালুর সিদ্ধান্ত।


কলকাতা, ১৫ এপ্রিল:- দুর্নীতিমুক্ত সুসংহত ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার সব গ্রাম পঞ্চায়েতে অনলাইন ভেটিং চালুর সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় ইনস্টিটিউশনাল স্ট্রেনদেনিং অফ গ্রাম পঞ্চায়েত কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের মোট ৩২২৭টি গ্রাম পঞ্চায়েতেই এই অনলাইন নজরদারি চালু হবে বলে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে। এজন্য পেশাদার সংস্থা কে নিয়োগ করে একটি পোর্টাল তৈরি করা হচ্ছে। আগামী দিনে পঞ্চায়েতের যে কোনও উন্নয়নমূলক কাজের বিশদ বিবরণ, তার নকশা, ছবি এবং সম্ভাব্য খরচের হিসাব ওই পোর্টালে আপলোড করা হবে। ব্লক এবং জেলা প্রশাসনের আধিকারিকরা ছাড়াও

রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা নিয়মিত তা খতিয়ে দেখবেন। তাঁরা গ্রাম পঞ্চায়েতের দায়িত্বে থাকা সরকারি আধিকারিকদেরও যে কোনও নির্দেশ অথবা পরামর্শ দিতে পারবেন। কী নির্দেশ পাঠানো হলো, সেটাও অনলাইনে রেকর্ড হয়ে থাকবে। অনলাইনেই প্রকল্পের অনুমোদন মিলবে। পঞ্চায়েত দপ্তর থেকে প্রতি মাসে অজস্র সার্কুলার বের হয়। সে-সবও সর্বসাধারণের জ্ঞাতার্থে ওই পোর্টালে আপলোড করা হবে।ইতিমধ্যেই, স্বাস্থ্য, শিক্ষা, পুর ও নগরোন্নয়নের মত দফতরে বরাদ্দ অনুমোদনের জন্য কেন্দ্রীয় আইএফএমএস ব্যবস্থার মাধ্যমে অর্থ দফতরের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পঞ্চায়েতের কাজকর্মে স্বচ্ছতা আনতে এবার পঞ্চায়েত গুলির জন্য একই ব্যবস্থা চালু করা হচ্ছে।