এই মুহূর্তে কলকাতা

কলকাতার অভিজাত ও আবাসন সাউথ সিটির ২০০ পরিবারের হাতে স্বাস্থ্য সাথীর কার্ড তুলে দেওয়া হল।

কলকাতা, ৯ এপ্রিল:- শহর কলকাতার অন্যতম অভিজাত আবাসন সাউথ সিটি-র ২০০ টি পরিবারের হাতে আজ স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেওয়া হল। ওই আবাসনের ৫০০ টি পরিবার স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন করেছিলো।আজ রাজ্য সরকার এবং কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে একটি শিবিরের মাধ্যমে তাদের মধ্যে ২০০ পরিবারের হাতে কার্ড তুলে দেওয়া হল।

কার্ডপ্রদান অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক দেবাশীষ কুমার বলেন স্বাস্থসাথী কার্ড সকলের জন্য। শুধুমাত্র গরিব মানুষই এই কার্ড পাবেন এমন কোন সীমারেখা নেই। পাশপাশি কোভিড পরিস্থিতি ও মূল্যবৃদ্ধির কারণে সব মানুষের ওপরেই চাপ পড়েছে। সারা ভারতবর্ষের কয়েকটি পরিবার ছাড়া সবাই আর্থিকভাবে চাপে রয়েছেন বলে তিনি মন্তব্য করেন।