হাওড়া, ৬ এপ্রিল:- বীরভূমের বগটুইয়ের ঘটনার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রতিটি থানা এলাকায় বেআইনি অস্ত্র এবং বোমা উদ্ধারের জন্য তল্লাশি অভিযান শুরু হয়েছে। সেইমতো হাওড়া সিটি পুলিশের তরফ থেকেও গত কয়েকদিন ধরে তল্লাশি অভিযান চলছে হাওড়ার বিভিন্ন থানা এলাকায়। ব্যাঁটরা, চ্যাটার্জিহাট থানা এলাকাতেও অস্ত্র উদ্ধারে চলছে অভিযান। আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতিকে ব্যাঁটরা থানা এলাকা থেকে এবং দুই দুষ্কৃতিকে চ্যাটার্জিহাট থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যাঁটরা থানা সূত্রের খবর, গত তিন দিনে হাওড়ার ব্যাঁটরা থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ৯টি কার্তুজ সহ ৩টি আগ্নেয়াস্ত্র (দেশের তৈরি পাইপগান) উদ্ধার করা হয়েছে। এবং বিভিন্ন ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। হাওড়ার টিকিয়াপাড়া স্টেশন সংলগ্ন ঠাকুরদাস দত্ত সেকেন্ড বাই লেন, চ্যাটার্জিপাড়া মোড় এবং ইস্ট ওয়েস্ট বাইপাস
এলাকা থেকে তিন দুষ্কৃতিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে। এরা বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল। আর কারা এদের সঙ্গে জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, হাওড়ার টিকিয়াপাড়ায় কাঠপোল এলাকা থেকে মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ এক আগ্নেয়াস্ত্র সরবরাহকারীকে গ্রেফতার করে। বুধবার তাকে তোলা হয় হাওড়া আদালতে। পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ। ধৃতের নাম নুর আলম। অন্যদিকে, মঙ্গলবার হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকা থেকেও আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতি গ্রেপ্তার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বুধবার এদের হাওড়া আদালতে তোলা হয়।