কলকাতা, ৫ এপ্রিল:- সদ্য শেষ হওয়া অর্থ বছরে আবগারি শুল্ক শুল্ক আদায় নতুন রেকর্ড গড়ল রাজ্য সরকার।২১-২২ আর্থিক বছরে ওই খাতে রাজ্যের আয় হয়েছে ১৩ হাজার ৬০০ কোটি টাকা। চোরাচালান বন্ধ করতে নতুন আবগারি নীতি নিয়ে এসেছিল রাজ্য। কমানো হয়েছিল বিলিতি মদের দামও। আর তাতেই নজিরবিহীন রাজস্ব আদায় সম্ভব হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, ২০১৯-২০ অর্থবর্ষে এই খাতে আদায় হয়েছিল ১১ হাজার ২৩৬ কোটি টাকা। পরের বছরে তা বেড়ে দাঁড়ায় ১২ হাজার ৩৬২ কোটি টাকায়।
আর গত আর্থক বছরে আয় বেড়েছে প্রায় ১ হাজার ২৩৮ কোটি টাকা। আবগারি দফতর সূত্রে খবর, দোলের সপ্তাহে শুক্রবার ছিল দোল পূর্ণিমা এবং শনিবার হোলি। আর বৃহস্পতিবার থেকেই সুরাপ্রেমীরা সংগ্রহ করে রেখেছিলেন মদ। আর তাতেই চারদিনে ২০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। যদিও দোলের দিন, অর্থাৎ শুক্রবার বন্ধ ছিল মদের দোকান। একদিনে ৭০ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। গত বছরের তুলনায় এই বছর মদ বিক্রির হার অনেকটাই বেড়েছে। এর আগে দুর্গাপুজোর সময়তেও প্রায় ৭২০ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। প্রসঙ্গত, গত নভেম্বরে প্রায় ২৫ থেকে ৩০ শতাংশ কমানো হয়েছিল মদের দাম। অনেক ক্ষেত্রে রাজ্যে বিদেশ থেকে আমদানি করা মদের দাম দিল্লির থেকে কম। এতে রাজ্যে এই ধরনের মদ বিক্রি বেড়েছে প্রায় ২০০ শতাংশ।