এই মুহূর্তে জেলা

বি গার্ডেন এলাকার কুখ্যাত দুষ্কৃতি ‘ঝাবড়ি’ গ্রেপ্তার পুলিশের হাতে। উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ।

হাওড়া, ৫ এপ্রিল:- হাওড়ার এজেসি বোস বোট্যানিক গার্ডেন থানা এলাকার কুখ্যাত দুষ্কৃতি ‘ঝাবড়ি’ গ্রেপ্তার হলো পুলিশের হাতে। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, কার্তুজ। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে স্থানীয় কোলে মার্কেটে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে একটি দেশি পাইপগান ও চারটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

ধৃত আনন্দ কুমার তিওয়ারি ওরফে ঝাবড়ি’কে (৪০) সোমবার রাত দেড়টা নাগাদ গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে একটি ওয়ান শটার পাইপগান ও চারটি গুলি উদ্ধার করা হয়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি আইনের ২৫/২৭ অস্ত্র আইনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। মঙ্গলবার তাকে হাওড়া আদালতে পেশ করে পুলিশ। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা।