হুগলি, ৪ এপ্রিল:- গঙ্গা থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগে গ্রেফতার ইট ভাটার মালিক। ধৃত মালিকের নাম রামকৃষ্ণ সিনহা। বাড়ি রিষড়ার বাগখাল এলাকায়। ওই এলাকাতেই রামকৃষ্ণবাবুর একটি ইট ভাটা রয়েছে। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই রামকৃষ্ণবাবু নৌকা সহযোগে গঙ্গা থেকে অবৈধভাবে সাদা বালি তুলতো। সম্প্রতি স্থানীয়রা এবিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানায়।
সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ রবিবার রাতে ইটভাটা সংলগ্ন এলাকা থেকে রামকৃষ্ণকে গ্রেফতার করে। সোমবার ধৃতকে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়। যদিও ভাটা কর্তৃপক্ষ ও স্থানীয় মানুষের দাবি নিজের ইটখোলার জন্য অন্যের থেকে বালি কিনেছিল। থানা থেকে অভিযুক্তকে বের করার সময় স্থানীয় মানুষ বিক্ষোভ দেখায়। তাদের দাবি রামকৃষ্ণ নির্দোষ। সবদিক খতিয়ে দেখে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।