এই মুহূর্তে জেলা

ধর্মঘটের দ্বিতীয় দিনেও কুশপুতুল পোড়াল ধর্মঘটীরা। রাস্তায় প্রতীকী ফুটবল।

হাওড়া, ২৯ মার্চ:- কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী, মানুষ বিরোধী এবং দেশ বিরোধী নীতির প্রতিবাদে দেশ জুড়ে সোম ও মঙ্গলবার দু’দিনের ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ। ২৮ ও ২৯ মার্চ, দু’দিন চলছে ধর্মঘট। তবে, মঙ্গলবার ধর্মঘটের দ্বিতীয় দিনে হাওড়ায় মোদী, মমতা ও মোহন ভগবতের কুশপুতুল পোড়াল ধর্মঘটীরা। রাস্তায় খেলা হলো প্রতীকী ফুটবল। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির যৌথ উদ্যোগে সারা ভারত ৪৮ ঘণ্টা সাধারণ ধর্মঘটের দ্বিতীয় দিনে এদিন হাওড়ার ৬ নম্বর জাতীয় সড়ক বালিহল্টের কাছে পথ অবরোধ করেন ধর্মঘট সমর্থনকারীরা। ৬ নম্বর জাতীয় সড়কের উপর ফুটবল খেলার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরএসএস প্রধান মোহন ভগবতের কুশপুতুল দাহ করা হয়। প্রায় থেকে কুড়ি মিনিট ধরে চলে এই পথ অবরোধ।