এই মুহূর্তে জেলা

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় নবম হাওড়ার অয়ন।

হাওড়া, ১৭ জুন:- এই বছর রাজ্যে জয়েন্টে মেধা তালিকায় প্রথম স্থানাধীকারী বালির হিমাংশু শেখরের পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় নবম স্থান অধিকার করেছে হাওড়ার দানেশ শেখ লেনের বাসিন্দা অয়ন অধিকারী। ক্যালকাটা বয়েজ স্কুলের ছাত্র অয়ন বি গার্ডেনের কাছে ১৫/২ দানেশ শেখ লেনের একটি সরকারি আবাসনের ফ্ল্যাটে থাকে। ক্যালকাটা বয়েজ স্কুলের ছাত্র অয়ন এ বছর আইএসসিই দিয়েছে। আপাতত তাঁর একমাত্র লক্ষ্য ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার। দিনে ৭ থেকে ৮ ঘন্টা পড়াশোনা করে জয়েন্টের প্রস্তুতি নিয়েছিল অয়ন। অবসর সময় গল্পের বই পড়া বা কার্টুন দেখাই পছন্দ করে সে।

অয়নের বাবা সুশান্ত অধিকারী নবান্ন’র স্বরাষ্ট্র দফতরের ডব্লুবিসিএস আধিকারিক। অয়নের মা সান্ত্বনা অধিকারী গৃহবধূ। শুক্রবার নবান্নে কাজ করতে করতেই ছেলের জয়েন্টের ফলাফলের খবর পান সুশান্তবাবু। ছেলের খবর পেয়ে স্বভাবতই খুশি সুশান্তবাবু জানালেন, সারাদিন কাজে ব্যস্ত থাকলেও যেটুকু সময় পান সেটুকু সময়ই ছেলেকে তিনি গাইড করেন। তাঁর কথায়, শান্ত স্বভাবের ছেলে অয়ন বাড়িতে বেশিরভাগ সময়ই পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। আইএসসিই-তে বায়োলজি ছিল না। ডাক্তার হওয়ার ইচ্ছা নেই। ইঞ্জিনিয়ারই হতে চায় সে। অয়নও কোভিডের কারণে গত ২ বছরে অনেকটা সময়ই গৃহশিক্ষকদের কাছে অনলাইনে ক্লাস করেছে। প্রথম শ্রেণি থেকেই অয়ন ক্যালকাটা বয়েজ স্কুলে পড়াশোনা করেছে বলে জানান সুশান্তবাবু।