হুগলি, ২৬ মার্চ:- গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন যুবককে গ্রেফতার করল পান্ডুয়া থানার পুলিশ। ধৃতদের নাম আফতাব হোসেন, প্রভাস পাত্র এবং মুকুল সেখ। ধৃত তিনজনের কাছ থেকে একটি ওয়ান সাটার, একটি ভোজালি, এবং একটি বড় ছুঁরি। পুলিশ সূত্রে খবর শুক্রবার রাতে পান্ডুয়ার তারা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা সেখানে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিলো বলে পুলিশের দাবী। শনিবার ধৃত তিনজনকেই চুঁচুড়া আদালতে তোলা হয়।
