হুগলি, ২ জুলাই:- প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ সনৎ রায় চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। শনিবার রাত আটটা কুড়ি মিনিটে চুঁচুড়া শ্যাম বাবুর ঘাট বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অকৃতদার সনৎ বাবু প্রথম জীবনে চুঁচুড়া দেশবন্ধু হাইস্কুলে শিক্ষকতা করেন। পরে তিনি সুগন্ধা হাইস্কুলে দীর্ঘদিন অংকের শিক্ষক হিসেবে ছিলেন। সুগন্ধা স্কুল থেকেই তিনি অবসর নেন। শিক্ষকতা করতে করতেই একসময় তিনি নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত হন। ভাষা আন্দলনের শরিক ছিলেন তিনি। বামপন্থী মতাদর্শে বিশ্বাসী সনৎবাবু সকলের প্রিয় ছিলেন। পরবর্তী সময়ে দেশ অথবা রাজ্যের সরকারের বিভিন্ন জন বিরোধী নীতির অথবা সিদ্ধান্তের প্রতিবাদ করতে দেখা গেছে রাস্তায় নেমে।
একদিকে ছাত্র পড়িয়ে জাতীর ভবিষ্যৎ তৈরী করা অন্য দিকে মানুষের অধিকার নিয়ে লড়াই চালিয়ে গেছেন সারা জীবন। সনৎ রায় চৌধুরীর ছাত্র-ছাত্রীরা দেশে বিদেশে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন, বিধায়ক অসিত মজুমদার। বাড়িতে গিয়ে শোক জ্ঞাপন করেন হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায়, প্রাক্তন চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জি, উপ পৌর প্রধান পার্থ সাহা। চুঁচুড়া জ্যোতিষচন্দ্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনৎ বাবুর প্রাক্তন ছাত্র সমাব্রত মুখোপাধ্যায় সহ তার অগনিত হিতাকাঙ্ক্ষী। বেশ কিছুদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন।