সুদীপ দাস, ২৬ মার্চ:- পাঁচ রাজ্যের ভোট মিটতেই ফের উর্দ্ধমুখী পেট্রোল-ডিজেলের দাম। ইতিমধ্যে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম ৫০টাকা বেড়েছে। এবারে পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাঠের উঁনুন জ্জ্বালিয়ে রান্না চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। শনিবার সকালে চুঁচুড়া আখনবাজার মোড়ে মাটির উঁনুনে কাঠের জাল দিয়ে রান্না করেন বিধায়ক।
সঙ্গে ছিলেন পৌরপ্রধান অমিত রায়, উপ-পৌরপ্রধান পার্থ সাহা, প্রাক্তন পৌরপ্রধান তথা কাুন্সিলর গৌরিকান্ত মুখার্জী সহ বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলররা। এদিন পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে স্লোগান দেয় উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকেরা।