এই মুহূর্তে কলকাতা

রাজভবনে শপথ নিয়েই নবান্নে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৪ মে:- রাজভবনের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সরাসরি নবান্নে যাবেন। সেখানেও রাজ্য প্রশাসনের তরফে তাকে স্বাগত জানাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব রাজ্য পুলিশের মহানির্দেশক সহ প্রশাসনের শীর্ষ কর্তারা তাকে স্বাগত জানাতে নবান্নের নির্ধারিত ফটকে উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রীর সেখানে পৌছানোর পর তাঁকে গার্ড অফ অনার দেওয়া হবে। কমব্যাট ব্যাটেলিয়নের ডিসি ধৃতিমান সরকারের নেতৃত্বে গার্ড অফ অনার দেওয়া হবে। মুখ্যমন্ত্রী সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারেন। সেজন্য নবান্নের সামনে একটি ছোট মঞ্চ তৈরি করা হয়েছে। ওই অনুষ্ঠানের পরেই মুখ্যমন্ত্রীর নবান্নে আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করবেন। তারপরেই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে তার এক জরুরি বৈঠকে বসার কথা।