হাওড়া, ১৯ মার্চ:- হাওড়ার চ্যাটার্জীহাট চারাবাগান উদয়ন সংঘের দ্বিতীয় বছরের বসন্ত উৎসবে মাতলেন অগণিত মানুষ। শ্রীরাধাকৃষ্ণ উৎসব ও কবিগুরুর শ্রদ্ধাঞ্জলি হয় একই সঙ্গে। এছাড়াও ওই অনুষ্ঠানে সঙ্গীত জগতের প্রয়াত নক্ষত্র লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পী লাহিড়ীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রভাতফেরি থেকে শুরু করে সন্ধ্যানুষ্ঠান সবই ছিল যেন এক রঙের মোহনায় আবদ্ধ। এছাড়াও শুক্রবার চারাবাগান নেতাজী সংঘের উদ্যোগে শ্যামলী নৃত্য গোষ্ঠীর পরিবেশনায় বসন্ত উৎসব পালিত হয়। বহু মানুষের উপস্থিতিতে সার্থক হয়ে ওঠে ওই অনুষ্ঠান।