কলকাতা, ১৯ মার্চ:- লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রার্থীদের খরচের পরিমাণ বাড়ানো হলো। আগে লোকসভা নির্বাচনে সর্বোচ্চ ৭০লক্ষ টাকা ও বিধানসভা নির্বাচনে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা খরচ করতে পারতেন প্রা্র্থীরা বৃহস্পতিবার নির্বাচন কমিশন জানিয়েছে লোকসভা নির্বাচনে সর্বোচ্চ ৯৫ লক্ষ টাকা ও বিধানসভা নির্বাচনে সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা খরচ করতে পারবেন প্রার্থীরা। পাশাপাশি এদিন আসানসোল লোকসভা উপ নির্বাচনের জন্য সাধারণ পর্যবেক্ষক হিসেবে অশ্বীনি কুমার, পুলিশ পর্যবেক্ষক সুনীল কুমার এবং বালিগঞ্জ বিধানসভার উপ নির্বাচনের জন্য সাধারণ পর্যবেক্ষক হিসেবে অজয় যাদবের নাম ঘোষণা করেছে।
অন্যদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব বৃহস্পতিবার সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরী বৈঠকে নির্দেশ দিয়েছেন যাতে কোনোরকম সমস্যা যাতে না হয় সেদিকে নজর রেখে এখন থেকেই সবকিছুর ব্যবস্থা গ্রহণ করতে। রাজ্যে দুই উপ নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, মনোনয়নপত্র জমা করা যাবে আগামী ২৪শে মার্চ পর্যন্ত। তবে করোনার সংক্রমণ কম থাকলেও কমিশন কোনোরকম খামতি রাখছে না এই উপ নির্বাচনের জন্য। এই উপ নির্বাচনের জন্য স্বীকৃত রাজনৈতিক দলের হয়ে স্টার ক্যাম্পেনারের সংখ্যা রাজ্য ও কেন্দ্রস্তর মিলিয়ে সর্বোচ্চ চল্লিশজন ও স্বীকৃত বিহীন রাজনৈতিক দলের হয়ে সর্বোচ্চ কুড়িজন স্টার ক্যাম্পেনার থাকতে পারবে। এখন দেখার বিষয় আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় কতটা শান্তিপূর্ণভাবে উপ নির্বাচন করাতে সক্ষম হয় নির্বাচন কমিশন।