এই মুহূর্তে জেলা

শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষা শেষ করতে পারলো না রুপালি।


সুদীপ দাস, ১৪ মার্চ:- হাসপাতালে পরীক্ষা চলাকালীন পুনরায় অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী। অসুস্থ পরীক্ষার্থীর নাম রূপালী মান্ডি। রূপালী হুগলীর বলাগরের ব্লকের কামালপুর হাই স্কুলের ছাত্রী। তাঁর সিট পরেছে ডুমুরদহ উচ্চ বিদ্যালয়ে। এযাবৎ সবকটি পরীক্ষা রূপালী ভালোভাবে দিলেও গতকাল বিকেলে সে শ্বাসকষ্টজনিত কারনে বাড়িতেই অসুস্থ হয়ে পরে। তখনই তাঁকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ছিলো অঙ্ক পরীক্ষা।

এদিন চুঁচুড়া হাসপাতালেই রূপালীর পরীক্ষা দেওয়ার ব্যাবস্থা করে জেলা শিক্ষা দপ্তর। হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিতে শুরু করে রূপালী। কিন্তু মিনিট ২০ পর পুনরায় শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। তাই বাধ্য হয়েই খাতা পেন সরিয়ে রাখতে হয় রূপালীকে। তড়িঘড়ি চিকিৎসক এসে তাঁর শারিরীক পরীক্ষা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এদিন আপ্রান চেষ্টা করলেও শারিরীক অসুস্থতার কারনে পরীক্ষা সমাপ্ত করতে পারেনি রূপালি।