এই মুহূর্তে জেলা

স্থায়ীকরনের দাবী সহ স্বজনপোষনের অভিযোগ তুলে ডিএম অফিসের সামনে অবস্থানে বসলো ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলরন্টিয়ার্স অ্যাসোসিয়েশন

হুগলি , ১১ ডিসেম্বর:- ভোট বয়কটের ডাক আগেই দিয়েছিলো এবারে স্থায়ীকরনের দাবী সহ স্বজনপোষনের অভিযোগ তুলে ডিএম অফিসের সামনে অবস্থানে বসলো ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলরন্টিয়ার্স অ্যাসোসিয়েশন। দিনকয়েক আগেই স্থায়ীকরনের দাবী নিয়ে এই সংগঠন জেলাশাসককে স্মারকলিপি দিয়েছিলো। অবিলম্বে তাঁদের দাবীদাওয়া মানা না হলে সেসময়ই তাঁরা ভোট বয়কটের ডাক দেয়। সেই স্মারকলিপির পর সরকারীভাবে কোনরকম উত্তর না মেলায় এবারে তাঁরা ডিএম অফিসের সামনে এসে অবস্থান বিক্ষোভে সামিল হলো।

শুক্রবার ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলরন্টিয়ার্স অ্যাসোসিয়েশনের হুগলি জেলা শাখার সদস্যরা চুঁচুড়া অন্নপূর্না ঘাটে এসে জমায়েত হয়। সেখান থেকে তাঁরা মিছিল করে জেলাশাসক দপ্তরে আসে। দপ্তরের সামনেই তাঁরা বসে পরে বিক্ষোভ কর্মসুচীতে সামিল হয়। তাঁদের বক্তব্য বিভিন্ন বিপর্যয় এলেই তাঁদের ডাক পরে। তারপর তাঁদেরকে ভূলে যায় সরকার। ফলে তাঁদের রুজি-রুটিতে টান পরে। তাই মাসে ৩০দিনই তাঁরা কাজের দাবী তোলে।