হুগলি, ১২ মার্চ:- কলেজে পড়ার সময় ছাত্র আন্দোলনের জেরে হাজতবাস হয়। ওই সময় বামপন্থী নেতা গুরুদাস দাশগুপ্তের সঙ্গে জেলে পরিচয় হয়। সেই সুবাদেই গণসঙ্গীত দিয়ে যাত্রা শুরু। শনিবার শ্রীরামপুরে হুগলি প্রেস ক্লাবের ভবনে তাঁর লেখা বই জীবনের পথে চলতে চলতে, প্রকাশের ফাঁকে একথা বলেন, সঙ্গীত গবেষক অধ্যাপক রাজা বসু। তিনি বলেন, পরবর্তী সময়ে পণ্ডিত মুনেশ্বর দয়াল, সঙ্গীতাচার্য ঞ্জান প্রকাশ ঘোষ, মীরা বসুর মতো সঙ্গীত সাধকদের কাছে শেখার সুযোগ পেয়েছি। আরো অনেকের কাছে শিখেছি। আমার পঞ্চাশ বছরের সঙ্গীত জীবনে অজস্র রচনা লিখেছি। সুর করেছি। খেয়াল, ভজন, ঠুংড়ী, গজল সব কিছু নিয়ে কাজ করেছি। শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে আগামী দিনেও কাজ করব। তবে বই প্রকাশের জন্য আমি অধ্যাপক গৌতম ভট্টাচার্যের কাছে বিশেষ ভাবে ঋণী।