এই মুহূর্তে জেলা

সুরজিৎ সাহাকে বহিষ্কার করলো দল।

হাওড়া, ১০ নভেম্বর:- রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের বিরুদ্ধে তোপ দেগেছিলেন হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা। যা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। পরে সুরজিৎ সাহাকেই পার্টি থেকে বহিষ্কার করে দল। বুধবার সন্ধ্যায় এই বহিষ্কার প্রসঙ্গে সুরজিৎ সাহা বলেন, বিজেপি আমার বুকে আছে।

আমাকে বিজেপি থেকে বহিষ্কার করলেও আমার মন থেকে বিজেপিকে মোছা যাবে না। আমি গত ২৮ বছর ধরে বিজেপি করি। আমার ওয়ার্ড থেকে গত ২৮ বছর ধরেই বিজেপি জিতেছে। সারা বাংলায় এমন ফল আর কোথাও নেই। যদিও এখনও পর্যন্ত কোনও চিঠি পাইনি। তবে একজন ইলেকটেড সভাপতিকে বহিষ্কার করা যায় না। প্রথমে শোকজ করতে হয় বলেও জানান তিনি।