এই মুহূর্তে জেলা

কোলের শিশুকে হাতিয়ার করে চৌর্যবৃত্তি , জনতার জালে দুই মহিলা !


সুদীপ দাস, ১২ মার্চ:- সহানুভূতির জন্য কোলের শিশুকে হাতিয়ার করতো দুই মহিলা। আসল উদ্দেশ্য ফাঁকা কিংবা নুন্যতম লোক থাকা বাড়িতে ঢুকে হাতসাফাই। শিশু কোলের একজন মা চুরি করতে পারে এটা যতক্ষনে বুঝবেন ততক্ষনে পগারপার মা। এবারে একই এলাকায় বারংবার হাতসাফাই করতে গিয়ে জনতার হাতে ধরা পরলো দুই মহিলা। শনিবার শনির প্রকোপ থেকে বাঁচতে না পেরে আপাতত শ্রীঘরে দু’জন। এদিন ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত শরৎ সরনি এলাকায় বানিচক্র ক্লাবের কাছে। ওই এলাকায় বেশকিছুদিন ধরে চুরির ঘটনা ঘটছিলো। একাধিকবারই দেখা গেছে দুপূরের দিকে

কোলে শিশু নিয়ে সাহায্য চাইতে আসা মহিলা চলে যাওয়ার পরই ঘরের জিনিস গায়েব। শনিবার দুপুরেও সেই একই ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দা মমতা সাহার বাড়িতে। বৃদ্ধা মমতাদেবী এদিন বাড়িতে একাই ছিলেন। সেই বাড়িতেই মমতাদেবীর সাথে শিশু কোলে মহিলা কথা বলছিলেন। অন্য মহিলা সেসময় ঘরে ঢুকে হাতসাফাই করতে ব্যাস্ত। ঘর থেকে কিছু হাতানো হচ্ছে বুঝতে পেরেই মমতাদেবী হাতেনাতে ধরে ফেলেন ওই মহিলাকে। বৃদ্ধার চিৎকারে ছুটে আসেন এলাকাবাসীরা। আর যায় কোথায়। তাঁদের পোটলা থেকে উদ্ধার হয় ঘরের জিনিসপত্র। এরপর খবর দেওয়া হয় চুঁচুড়া থানায়। পরে পুলিশ এসে মহিলা দুজনকে থানায় নিয়ে যায়।