এই মুহূর্তে জেলা

নির্বাচনের প্রাক্কালে ভাটপাড়ার মাদ্রালের একটি ক্লাব থেকে প্রচুর পরিমাণে তাজা বোম-গুলি উদ্ধার করল প্রশাসন


ব্যারাকপুরঃ, ১১ এপ্রিল:- দোরগোড়ায় নির্বাচন কড়া নাড়ছে। কিন্তু ফের নির্বাচনের প্রাক্কালে ভাটপাড়ার মাদ্রালের জয়চন্ডিতলার একটি ক্লাবের ভেতর থেকে প্রচুর কৌটো বোমা, বোমা তৈরির মশলা ও সরঞ্জাম উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। এলাকাটি ভাটপাড়া থানার অন্তর্গত হলেও জগদ্দল বিধানসভার অধিনস্থ। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়া থানার পুলিশ মাদ্রালের চণ্ডীতলা এলাকার ওই ক্লাবটিতে হানা দেয়। ওই ক্লাবটিতে হানা দিয়ে পুলিশ প্রচুর পরিমাণে কৌটো বোমা,বোমা তৈরির মশলা,গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। এদিকে ভোটের মুখে ফের ভাটপাড়া এলাকায় বোমা,গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। যদিও এতগুলো বোম-গুলি কে বা কারা ওই ক্লাবের ভেতর মজুত করে রেখেছিল তা তদন্তকারীরা খতিয়ে দেখছে। যদিও বোম-গুলি মজুতের ঘটনায় জড়িত সন্দেহে এলাকার কুখ্যাত দুষ্কৃতী অঙ্কিত সাউ,লক্ষন দেবনাথ সহ বেশে কয়েকজন সন্দেহ ভাজনের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। তবে আগামী ২২ শে এপ্রিল বিধানসভা কেন্দ্রের নির্বাচনের আগে বড়সড় সাফল্য পেল স্থানীয় প্রশাসন।