হাওড়া, ১১ মার্চ:- বন্ধুকে ধার দেওয়া দশ লক্ষ টাকা আদায় করতে সেই বন্ধুরই ঘনিষ্ঠ এক ব্যক্তিকে বাড়ি থেকে ‘কিডন্যাপ’ করেছিল দুই যুবক। এরপর হাওড়া ব্যাঁটরা থানা এলাকার কবরস্থানের কাছে একটি বাড়িতে মহঃ খান নামের ওই ব্যক্তিকে আটকে রেখে তাকে মারধর করে তার কাছ থেকে নগদ প্রায় ৪০ হাজার টাকা, মোবাইল ফোন এবং হাতঘড়ি ছিনিয়ে নিয়েছিল মহঃ সাদ্দাম ও হারুন খান নামের পিলখানা এলাকার ওই দুই যুবক। এই ঘটনা নিয়ে মহঃ খান হাওড়ার ব্যাঁটরা থানায় ওই দুই যুবকের নামে অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে।
শুক্রবার দুপুরে এদের হাওড়া আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজত হয়। ব্যাঁটরা থানা পুলিশ জানিয়েছে, ওই দুই যুবক দাবি করেছে তারা এক বন্ধুকে দশ লক্ষ টাকা ধার দিয়েছিল। কিন্তু সেই বন্ধু সম্প্রতি এলাকা থেকে আফগানিস্থানে পালিয়ে যান। তাদের সন্দেহ ছিল ওই বন্ধুকে ধার দেওয়া টাকা মহঃ খানের কাছে রয়েছে। সেটা জানতে পেরে মহঃ খানকে টিকিয়াপাড়ার বাড়ি থেকে এরা ‘কিডন্যাপ’ করে এনে ব্যাঁটরার কবরস্থানের কাছে একটি জায়গায় একটি ঘরের মধ্যে আটকে রেখে তার থেকে টাকাপয়সা, মোবাইল ফোন এবং হাত ঘড়ি ছিনিয়ে নেয়। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে ছিনতাইয়ের জিনিস উদ্ধার করতে পুলিশ এদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তে নেমেছে। এবং পলাতক বন্ধুর খোঁজ চলছে বলে ব্যাঁটরা থানার পুলিশ জানিয়েছে।