এই মুহূর্তে কলকাতা

স্কুল শিক্ষা থেকে কারিগরি শিক্ষা , সব স্তরেই বরাদ্দ বেড়েছে বাজেটে।

কলকাতা, ১১ মার্চ:- রাজ্যের শিক্ষা ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হল রাজ্য বাজেটে। স্কুল শিক্ষা থেকে কারিগরি শিক্ষা পর্যন্ত সমস্ত স্তরে বরাদ্দ বেড়েছে তাৎপর্যপূর্ণভাবে। স্কুল শিক্ষা ক্ষেত্রে ৩৫ হাজার ১২৬ কোটি ১৩ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব রাজ্য বাজেটে। প্রযুক্তি শিক্ষা, প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য এক হাজার ২৮৬ কোটি টাকা, গণ শিক্ষা সম্প্রসার এবং গ্রন্থাহার পরিষেবার উন্নয়নে বরাদ্দ ৩৮৭ কোটি ৪০ লক্ষ টাকা, সংখ্যালঘু এবং মাদ্রাসা শিক্ষায় পাঁচ হাজার চার কোটি পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে।

উচ্চ শিক্ষায় পাঁচ হাজার ৮১১ কোটি ১১ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় জানিয়েছেন, গত ১০ বছরে রাজ্য বাজেট এর উচ্চ শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে প্রায় আট গুণ। তরুন প্রজন্মকে উচ্চশিক্ষায় উৎসাহ দিতে চালু হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এ পর্যন্ত ২০ হাজার আবেদনকারীকে ৪১২ কোটি টাকার বেশি ঋণ মঞ্জুর করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে।