হাওড়া, ১৬ আগস্ট:- হাওড়ার দাসনগরের নেশামুক্তি কেন্দ্রে রোগীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। এই ঘটনায় চার জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওই হোমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বুধবার ভোররাতে ওই রোগী মারা যান বলে খবর। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম শুভজিত ঘরামি (৩১)। মঙ্গলবার রাতে বাউড়িয়া হাসপাতাল থেকে দাসনগরের ওই বেসরকারি নেশামুক্তি কেন্দ্রের হোমে ভর্তি করা হয় শুভজিৎকে।
এরপর থেকেই ওই নেশামুক্তি কেন্দ্রে তার চিকিৎসাও শুরু করা হয়। তবে, ওই রোগীর উপর হোমের অন্য আবাসিক রোগীরা কিছু অত্যাচার করেছিল কিনা বা কি কারণে তার মৃত্যু হলো তা তদন্ত করে দেখা হচ্ছে। এদিন হোম কর্তৃপক্ষের তরফে ওই যুবকের বাড়িতে ফোন করে শুভজিতের মৃত্যুর খবর জানানো হয়। মৃত্যুর কারণ জানতে মৃতদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। ওই নেশামুক্তি কেন্দ্রের চার আবাসিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।