এই মুহূর্তে কলকাতা

রাজ্যপালের ভাষণে বাধা সৃষ্টি করে বিজেপি বিধানসভার মর্যাদাকে কালিমালিপ্ত করেছে – পার্থ চট্টোপাধ্যায়।


কলকাতা, ১০ মার্চ:- বাজেট অধিবেশনের সূচনায় তুমুল হই হট্টগোল সৃষ্টি করে রাজ্যপালের ভাষণে বাধা দেওয়ার অভিযোগ তুলে বিরোধী দল বিজেপির বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব আজ রাজ্য বিধানসভায় গৃহীত হয়েছে। প্রস্তাবটি আলোচনার জন্য সভায় উত্থাপন করে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেদিনের আচরণের জন্য বিজেপি তীব্র নিন্দা করেন। তিনি বলেন, রাজ্যপালের ভাষণে বাধা সৃষ্টি করে বিজেপির নেতারা বিধানসভার মর্যাদাকে কালিমালিপ্ত করেছে। শাসকদলের মহিলা সদস্যদের প্রতি অমর্যাদাকর কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি, বাক্য প্রয়োগ করা হয়েছে।

বিধানসভার গরিমা রক্ষায় বিরোধীদলের ভূমিকা আছে বিজেপি তা পালন করছে না বলেও পার্থবাবু অভিযোগ করেন। পার্থবাবু নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও তীব্র সমালোচনা করেন। পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায় অভিযোগ করেন, বিরোধিতার নামে বিজেপি যে নাটক মঞ্চস্থ করেছে তা রাজ্যপালেরই মস্তিষ্কপ্রসূত। তবে সেদিন বিরোধী দলের তরফে যে চক্রান্ত করা হয়েছিল তা ব্যর্থ হয়েছে বলেও তাপস বাবু মন্তব্য করেন। সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষও আলোচনায় অংশ নিয়ে বিজেপির তীব্র সমালোচনা করেন। বিজেপির কোন সদস্য অবশ্য এই আলোচনায় অংশ নেয়নি। আলোচনা শেষে বিরোধীশূন্য সভায় ধ্বনি ভোটে নিন্দা প্রস্তাবটি বিধানসভায় গৃহীত হয়।