এই মুহূর্তে জেলা

রাজ্যপালকে হাওড়ায় ঢুকতে দেবনা। হুমকি প্রসূনের।

হাওড়া, ৭ মার্চ:- উন্নয়নের কাজে বাধা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। হাওড়ার উন্নয়ন নিয়ে যখনই তিনি লোকসভায় সোচ্চার হচ্ছেন কিংবা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে প্রস্তাব দিচ্ছেন তারপরই রাজনীতি করে তাতে বাধা দেওয়া হচ্ছে। সোমবার দুপুরে হাওড়ায় এক সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ করলেন হাওড়া সদরের তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, হাওড়ার বার্ন স্ট্যান্ডার্ড, ব্রিজ অ্যান্ড রুফ, আরতি কটন মিল থেকে শুরু করে বাকসাড়ার আন্ডারপাস বিভিন্ন ইস্যু নিয়ে যখনই তিনি সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর কাছে প্রস্তাব দিচ্ছেন সেই প্রস্তাব কেন্দ্রীয় সরকার রাজনীতি করে বাধার সৃষ্টি করছে।

এমনকি, গত তিন বছর ধরে এমপি ল্যাডের টাকা তিনি পাচ্ছেন না। প্রায় ১৫ কোটি টাকা সেখানে বকেয়া রয়েছে। এরজন্য হাওড়ার আরও উন্নয়নের কাজ বাধা পাচ্ছে। এদিন প্রসূনবাবু রাজ্যপাল ইস্যুতে সাংবাদিকদের বলেন, রাজ্যপাল বিলে সই না করায় হাওড়া এবং বালির পুরভোট এখনো পর্যন্ত হচ্ছেনা। এতে হাওড়ার মানুষকে বঞ্চিত করা হচ্ছে। এর প্রতিবাদে এদিন সাংসদ প্রসূনবাবু রাজ্যপালকে হাওড়ায় না ঢুকতে দেওয়ার হুমকি দেন। এদিন প্রসূন আরও বলেন, এই রাজ্যপালকে বাংলা থেকে অপসারণের দাবিতে ইতিমধ্যেই হাওড়া সদরের বিভিন্ন ব্লকে ব্লকে সই সংগ্রহের কাজ শুরু হয়েছে। সেই সই সংগ্রহ করার কাজ শেষ হলে তা রাষ্ট্রপতির হাতে তিনি তুলে দেবেন। কেন্দ্রীয় সরকার হাওড়ার উন্নয়ন নিয়ে যে বঞ্চনা করছে এর প্রতিবাদে তিনি দিল্লিতে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসারও হুমকি দিয়েছেন।