এই মুহূর্তে কলকাতা

স্রেফ পাইলটের দক্ষতাতেই বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।


কলকাতা, ৭ মার্চ:- তার বিমানের সামনে হঠাৎ অন্য একটি বিমান চলে আসতেই উত্তর প্রদেশ থেকে ফেরার পথে বিমান বিভ্রাট হয়েছিল বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভা চত্বরে মুখ্যমন্ত্রী বিমান বিভ্রাট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উত্তরপ্রদেশ সফর সেরে ফেরার সময় তাঁর বিমানের সামনে চলে এসেছিল আর একটি বিমান। তাতে বড় বিমান দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু শেষমুহূর্তে তিনি বেঁচে যান। মমতা জানিয়েছেন, স্রেফ পাইলটের দক্ষতাতেই রক্ষা পান তিনি। তবে তাঁর কোমরে আঘাত লাগে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেই ব্যথা এখনও রয়েছে তাঁর। আবহাওয়ার কারণে বিমান বিভ্রাটের ঘটনার কথা মানতে চাননি মমতা। ওই ঘটনা নিয়ে রাজ্য সরকার ইতিমধ্যেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে রিপোর্ট তলব করেছে। গত শুক্রবার উত্তরপ্রদেশ সফর সেরে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী। ফেরার পথে তিনি বিমান বিভ্রাটে পড়েন। বিষয়টি নিয়ে তৃণমূল প্রশ্ন তুললে বিমানবন্দরের তরফে খারাপ আবহাওয়াকে দায়ী করা হয়। পাল্টা তৃণমূল জানতে চায়, সত্যিই কি আবহাওয়া সংক্রান্ত সমস্যা ছিলনা কি অন্য কোনও হেলিকপ্টার মমতার বিমানের সামনে চলে এসেছিল? সোমবার মুখ্যমন্ত্রী নিজেই এইসব প্রশ্নের জবাব দিলেন।