এই মুহূর্তে জেলা

ফুটবলে দর্শকদের মাঠমুখো করতে ফুটবল প্রতিযোগিতা সিঙ্গুরে।


হুগলি, ২২ নভেম্বর:- ফুটবলের দর্শকদের মাঠ মুখো করতে কোবিড প্রোটোকল মেনে অনুষ্ঠিত হয়ে গেল অনাথ স্মৃতি শিল্ড ও কৃপানাথ বর্মা স্মৃতি রানার্স আপ কাপের ফুটবল ফাইনাল খেলা। সিঙ্গুর ক্লাবের পরিচালনায় সিঙ্গুর অবনী ময়দানে গত ১২ ই নভেম্বর থেকে শুরু হয়েছিল আট দলীয় নকআউট প্রতিযোগিতা। সোমবার ফাইনাল খেলা আনুষ্ঠিত হয় সিঙ্গুর ক্লাব ও উত্তর ২৪ পরগনার সোদপুর স্পোটিং ক্লাবের মধ্যে।

ট্রাইবেকারে সিঙ্গুর ক্লাব ৫-৪ গোলে জয়লাভ করে। ১০০ বছরের পুরাতন এই ফুটবল টুর্নামেন্ট দেখতে প্রচুর দর্শক উপস্থিত ছিল মাঠে। খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফুটবল কোচ রথীন ভট্টাচার্য, সাই এর টেকনিক্যাল ডিরেক্টর অনন্ত ঘোষ সহ সিঙ্গুর থানা ওসি জয়ন্ত পাল ও হুগলি রুরাল পুলিশ আধিকারিক।