হাওড়া, ২৬ মার্চ:- হাওড়ার শিবপুরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। এলাকারই একটি বহুতল আবাসনের সি ব্লকের ছাদ থেকে পড়ে এদিন বিকেলে মৃত্যু হয় সিএ পাঠরত প্রিন্স ওরফে ঋত্বিক সারডার(২২)। শুক্রবার বিকেল চারটে নাগাদ ওই ঘটনা ঘটে বলে পরিবার সূত্রে জানা গেছে। জানা গেছে, এদিন বিকেলে বহুতলের ছাদ থেকে নিচে পড়ে যান ওই যুবক। তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও স্থানীয় এক দোকানদার আনন্দ কুমার গুপ্তা জানান, দেহটি নিচে পড়েছিলো। খবর পেয়ে পরে পুলিশ এসে দেহটি তুলে নিয়ে যায়। নিচে পড়ে থাকা স্বত্তেও কেন কেউ বাড়িতে খবর দেয়নি, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যার ঘটনা পুলিশ তা তদন্ত করে দেখছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
Related Articles
মুকুল রায়ের দলত্যাগী বিরোধী আইনের শুনানি শেষ হলেও বিজেপির তরফে কোনো প্রশ্ন বা উত্তর আসেনি।
কলকাতা, ২৮ জানুয়ারি:- দলত্যাগী বিরোধী আইনে বিধানসভায় মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করার দাবিতে অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের শুনানী শেষ হয়েছে। মুকুল রায়ের আইনজীবিরা এদিন জানিয়েছেন বিরোধী বিজেপির তরফে আজ এই বিষয়ে নতুন কোন প্রশ্ন বা উত্তর আসেনি। মুকুলবাবু অন্য কোন রাজনৈতিক দলে যোগ দেননি বলে তার আইনজীবিরা আজ শুনানিতে জানিয়েছেন। এইদিকে বিজেপির মুখ্য সচেতক মনোজ […]
বুনিয়াদপুরের কর্মীসভা থেকে মুখ্যমন্ত্রীর বার্তা একত্রিত হয়ে নিঃস্বার্থ ভাবে কাজ করতে।
দক্ষিণ দিনাজপুর,৪ মার্চ:- দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে এই দিন বুথ ভিত্তিক কর্মী সভায় যোগ দিতে এলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিনের এই বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী বাচ্চু হাঁসদা, দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ, প্রাক্তন তৃণমূল সভাপতি শংকর চক্রবর্তী, […]
শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তেজনা গৌরহাটি ইএসআই হাসপাতালে।
হুগলি, ২৮ নভেম্বর:- শ্রমিকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা গৌরহাটি ই এস আই হাসপাতালে।চন্দননগর থানার অধিনে এই হাসপাতালে ২৭ ১১ ২০২৩ তারিখে বজবজ হাসপাতাল থেকে চলে আসে ভদ্রেশ্বর বাবুরবাজারের বাসিন্দা জুটমিল শ্রমিক অনিল সিং এর পুত্র ১৯ বছরের রবীন। এর আগে ১২ নভেম্বর গৌরহাটি ই এস আই হাসপাতালে পেটে ইনফেকসনের জন্য ভর্তি হয়।তারপর বজবজে রেফার করা হয়েছিল। […]