এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটের কারণ জানতে চেয়ে এয়ারপর্ট অথরিটিকে চিঠি রাজ্যের।


কলকাতা, ৫ মার্চ:- রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিমান বিভ্রাটের কারণ জানতে চেয়ে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কে চিঠি দিয়েছে। আজ মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর লেখা চিঠিতে গতকাল সেখানে আসলে কি হয়েছিল তা জানতে চেয়ে রিপোর্ট চাওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। বারানসি থেকে মুখ্যমন্ত্রী যখন রাজ্য সরকারের ভাড়া করা বিমানে ফিরছিলেন তখন তা কোন এয়ার পকেটে পড়েছিল কিনা চিঠিতে সেটিও জানতে চাওয়া হয়েছে।

পাশাপাশি অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গেও রাজ্যের তরফে কথা হয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য গতকাল বারানসি থেকে ফেরার সময় হঠাৎই বিমানটি কলকাতার আকাশে সাত হাজার ফুট উচ্চতা থেকে এক ধাক্কায় দুই হাজার ফুট নিচে নেমে আসায় মুখ্যমন্ত্রী কোমরে আঘাত পান।