এই মুহূর্তে জেলা

আমতায় নিহত ছাত্রনেতা আনিস খানের বাড়িতে অধীর রঞ্জন চৌধুরী।


হাওড়া, ৫ মার্চ:- আমতায় আনিসের পরিবারের সঙ্গে দেখা করলেন অধীর। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ অধীরের। শনিবার  দুপুরে আমতায় নিহত ছাত্রনেতা আনিস খানের বাড়িতে যান পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি আনিশের বাবা সালেম খান ও দাদা সাবির খানের সঙ্গে কথা বলেন। তাদের দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন অধীর।

আগেই আসতেন তবে লোকসভা ও পৌরসভার নির্বাচনের কারণে আসতে দেরি হলো বলেই এদিন আনিসের পরিবারকে জানান অধীর। আনিশের বাবা সালেম খান সিবিআই তদন্তের মাধ্যমে তাঁর ছেলের হত্যা রহস্যের দাবি জানান অধীরের কাছে। অধীরবাবু এদিন আনিশের পরিবারের খোঁজখবর নেন।