এই মুহূর্তে জেলা

দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোঘাটে।


গোঘাট, ৫ মার্চ:- দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের আনুর এলাকায়। এবার সোনার দোকানে চুরি। দোকানদারের দাবী আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। রাতের অন্ধকারে তালা চাবি ভেঙে দোকানে ঢুকে সোনা ও নগদ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতিদের। স্থানীয় সুত্রে জানা গেছে, গোঘাটের আনুর এলাকায় এই সোনার দোকানটি খুব বিশ্বস্ত ও জনপ্রিয় দোকান।

এর আগেও ২০১৩ সালে একবার চুরি হয়। কিন্তু তৎকালীন সময়েও চুরির কিনারা হয়নি। আবারও সোনার দোকানে চুরি হওয়ায় একেবারেই ভেঙে পড়েছে দোকানের মালিক। এই বিষয়ে দোকানের মালিক জানান, রাতে চুরি হয়। সঠিক হিসাব এখনও হয়নি, তবে লক্ষাধিক টাকার মতো চুরি হয়। পুলিশ এসেছিলো। সবমিলিয়ে এখন দেখার গোঘাটে বারে বারে ঘটে যাওয়া চুরির কিনারা হয় কিনা।