এই মুহূর্তে জেলা

সম্প্রীতি বজায় রাখার বার্তা , রিষড়া ও ডানকুনিতে রুটমার্চ।

হুগলি,২৮ ফেব্রুয়ারি:-  রিষড়া ,ডানকুনিতে রুটমার্চ।চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বাহিনীর টহল শুরু হয়েছে।দিল্লীতে সংঘর্ষ থামাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।সেনা নামাতেও প্রায় তিন দিন দেরি করেছে সরকার।হুগলির যেসব এলাকায় এর আগে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছে বা উত্তেজনা ছড়িয়েছে সেইসব এলাকায় আগেভাগেই বাহিনীর টহল শুরু করেছে চন্দননগর পুলিশ।কোনো প্ররোচনায় পা না দেওয়া, গুজবে কান না দেওয়া, সম্প্রীতি বজায় রাখার বার্তা দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে।রিষড়া বাগখাল,মৈত্রীপথ সহ বিভিন্ন এলাকায় চলে টহল।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                               ডানকুনিতেও টহল দেয় পুলিশ র‍্যাফ।চন্দননগর পুলিশ কমিশনার হুমায়ুন কবির জানান,দিল্লিতে যা ঘটেছে তা এখানে ঘটবে না।বাংলার মানুষ অনেক সচেতন এখানে সহনশীলতা অনেক বেশি।সামনেই দোল রামনবমীর মত উৎসব রয়েছে তাই বাহিনী নামিয়ে এরিয়া ডমিনেশন চলছে। কোনরকম সেনসিটিভ ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রস্তুত আছে পুলিশ। আইন-শৃংখলার কোনো অবনতি হবে না, হলে করা হাতে ব্যবস্থা নেয়া হবে।এক কোম্পানি আধাসেনা পুলিশ কমব্যাট ফোর্স ও র‍্যাফ দিয়ে চন্দননগর কমিশনারের সব থানা এলাকাতেই চলবে রুটমার্চ।নেতৃত্বে ছিলেন রিষড়া থানার অফিসার-ইন চার্জ প্রবীর দত্ত ওঅতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় কৃষ্ণ মন্ডল।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.