এই মুহূর্তে জেলা

রাজ্যে যখন বিক্ষিপ্ত অশান্তির ছবি, তখন হাওড়ার বাউড়িয়ার একটি বুথে বিপরীত ছবি।


হাওড়া, , ২৭ ফেব্রুয়ারি:- পুরভোটে সারা রাজ্যেই যখন বিক্ষিপ্ত অশান্তির ছবি, তখন হাওড়ার উলুবেড়িয়ায় বাউড়িয়ার একটি বুথে বিপরীত ছবি। এখানে শাসক-বিরোধী সব প্রার্থীরাই হাতে হাত মিলিয়ে বুথে বুথে ঘুরে ভোটারদের শান্তিপূর্ণ ভোটের বার্তা দিচ্ছেন। রাজ্যের পুরভোটে যখন বিভিন্ন জায়গায় বুথ দখল, ছাপ্পা ভোট, বহিরাগতদের তান্ডব, বিরোধী দলের প্রার্থীকে মারধরের অভিযোগ উঠছে তখন ঠিক এর বিপরীত চিত্র দেখা গেল হাওড়ার বাউরিয়ায়। উলুবেড়িয়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাউড়িয়ার বুথে দেখা গেল শাসক দল এবং বিরোধী দলের প্রার্থীরা সবাই মিলেমিশে বুথের ভেতরে বসে ভোটাদের ভোটদানের উৎসাহ দিচ্ছেন। এই বিপরীতধর্মী ছবি দেখা গেল হাওড়ায়। প্রার্থীরা বলেন যে যার ব্যক্তিগত ব্যাপার কে কোন মতাদর্শের বা কে কোন দলের প্রার্থী কিন্তু প্রথমে আমরা সবাই বন্ধু।

তাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। ভোটে কার জিত হলো কার পরাজয় হলো সেটা বড় কথা নয়। ভোটের পরেও আমাদের সম্পর্ক যেন একই রকম থাকে সেটাই আমরা চাই। তাই বুথের ভিতরে একসঙ্গে আমরা রয়েছি এবং ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তা আমরা দেখছি। কারও যাতে ভোট দিতে অসুবিধে না হয় আমরা তিন প্রার্থী একসঙ্গে তা দেখাশোনা করছি। আজ সকাল থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না সেন, সিপিআইএমের প্রার্থী সাথী জানা, বিজেপি প্রার্থী অপর্ণা সাঁতরা তারা একইসঙ্গে ভোটারদের ভোটদানে উৎসাহিত করছেন। এই চিত্র দেখে ভোটাররাও খুশি মনে ভোট দিতে এগিয়ে আসছেন। এবং সকলেই খুশি এই চিত্র যদি রাজ্যের সমস্ত জায়গায় থাকতো তাহলে হয়তো অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হতে পারত।